-2023-03-07-11-44-48.jpg)
তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পদে বিরোধী ছয়দলীয় জোটের মনোনয়ন নিয়ে তর্কবিতর্কের পর গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী ১৪ মে একই দিনে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন দেশটির ১০০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।
৭৪ বছর বয়সী কেমাল কিলিচদারোগ্লুর দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান। গতকাল আঙ্কারায় জড়ো হওয়া প্রায় দুই হাজার জনতার সামনে তিনি বলেন, ‘আমাদের টেবিল শান্তির টেবিল। আমাদের একমাত্র লক্ষ্য হলো দেশকে সমৃদ্ধি, শান্তি ও আনন্দের দিকে নিয়ে যাওয়া।’
আপনার মূল্যবান মতামত দিন: