
জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি’র অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘শিল্পবন্ধুদের শিল্পযাত্রা’ ঢাকা টু টুঙ্গীপাড়া’।
১৮ আগস্ট সকাল ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে ভবনের নিচে শিল্পবন্ধুদের শিল্পযাত্রা ঢাকা টু টুঙ্গীপাড়া উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যশিল্পী আতাউর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করবেন সম্প্রিতি নাট্যোৎসব পর্ষদের সদস্য সচিব কামাল বায়জিদ। উদ্বোধনী আলোচনা শেষে পরিবেশিত হবে পারফরমিং আর্টস। ‘শিল্পবন্ধুদের শিল্পযাত্রা’য় রয়েছে ৪টি পারফরমিং আর্টস। প্রথম পারফরমির্ং আর্টস জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের নিচতলায়, দ্বিতীয় মাওয়া ফেরিতে, তৃতীয় গোপালগঞ্জে এবং চতুর্থ টুঙ্গীপাড়ায়। ‘শিল্পবন্ধুদের শিল্পযাত্রা’ ঢাকা থেকে শুরু করে টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরবে।
আপনার মূল্যবান মতামত দিন: