-2023-03-13-19-09-21.jpg)
মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে সেনাবাহিনীর গুলিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। গত শনিবার নান নেইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া পাশের গ্রামে নিহত হয়েছেন সাতজন। দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এ তথ্য জানিয়েছে।
দুই বছর আগে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জান্তা দেশটির ক্ষমতা দখল করার পর থেকে সেনাবাহিনী এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের ঘটনা বেড়েই চলেছে।
কেএনডিএফের ভাষ্য, শনিবার গোলা নিক্ষেপের পর স্থানীয় সময় বিকেল চারটার দিকে বিমান বাহিনী ও আর্টিলারি বাহিনী গ্রামে ঢুকে পড়ে। এরপর তারা মঠের ভেতরে লুকিয়ে থাকা গ্রামের বাসিন্দাদের বাইরে এনে হত্যা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: