
বন্যার কারণে সব ট্রেন গন্তবে যেতে পারবে না সেসব ট্রেনের অগ্রিম টিকেটের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বন্যাকবলীত এলাকায় ঈদের আগে ট্রেন যোগোযো্গ সচল হবে কিনা এ নিয়ে সংশয় থাকার বিষয়ে রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
তিনি আজ শনিবার জানান, বন্যার কারণে যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ট্রেনের টিকেটের অর্থ ফেরত দেওয়া হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের আগাম টিকেট দেওয়া শুরু হয়েছে। পরিজনের সঙ্গে ঈদ কাটাতে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট নিচ্ছেন ঘরমুখো মানুষ।
উল্লেখ, গতকাল শুক্রবার থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ২৩টি বিশেষ কাউন্টার হতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২২ আগস্ট পর্যন্ত ৫ দিনব্যাপী অগ্রীম টিকেট বিক্রি চলবে। অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে আজ টিকেট প্রত্যাশীদের ভিড় বেড়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। প্রত্যেক ব্যক্তির সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।
রেলস্টেশনে টিকিট কালোবাজারি হচ্ছে না বলে দাবি করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সাদাপোশাকে পুলিশ টহল দিচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: