ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

৬৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব ১১১ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ১৯:৫৭

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকেজিং হাউজ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় দেওয়া হয়েছে মিথ্যা তথ্য। অপ্রয়োজনীয় যন্ত্রপাতির কথা উল্লেখ করে প্রকল্পব্যয় ১৫৬ কোটি ৩৬ লাখে উন্নীত করা হয়। এর মধ্যে ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব দেওয়া হয় ১১১ কোটি টাকায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

কৃষি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের অধীনে ১০টি ল্যাবের জন্য যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য কেনার জন্য ১১১ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। অথচ বর্তমান বাজারদর অনুযায়ী ৬৮ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকায় এগুলো কেনা সম্ভব। এতে ৪২ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার টাকা সাশ্রয় হবে। অন্যদিকে এফএও-এর দাবি, প্রকল্পের জন্য যেসব যন্ত্রপাতি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর প্রয়োজন নেই। এরই মধ্যে কোনো কিছু সংশোধন না করেই কেনাকাটার প্রক্রিয়া শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাদ্য ও কৃষি সংস্থার সুপারিশ অনুযায়ী ল্যাবরেটরি তৈরি না হলে কৃষিপণ্য কখনোই আমেরিকা-ইউরোপের বাজার পাবে না। কারণ, কৃষিপণ্য ও খাদ্য আমদানি-রপ্তানির বিষয়ে আন্তর্জাতিক এই সংস্থার অবস্থান কড়াকড়ি।



আপনার মূল্যবান মতামত দিন: