odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

কন্যাসন্তানের বাবা হলেন ফেজবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ March ২০২৩ ১৯:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ March ২০২৩ ১৯:১৯

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কন্যা সন্তানের বাবা হলেন। এটা তার  তৃতীয় সন্তান । ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ তাদের তৃতীয় কন্যা অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা জানান।

তিনি পোস্টে লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগতম অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট্ট একটি আশীর্বাদ।  পোস্টটি শেয়ার করার পর তিন লাখের বেশি লাইক পেয়েছে। অনেকে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন পোস্টে কমেন্ট করেছেন।

 


আপনার মূল্যবান মতামত দিন: