odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৯:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৯:১৩

রমজান মাসে একবারের বেশি কেউ ওমারহ পালন করতে পারবে না। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় । 

যারা রমজান মাসে ওমরাহকারীদের জন্য সুবিধাজনক হবে।  মানুষ ওমারাহ পালন করতে পারবে স্বস্তির সথে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। এবং নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে ।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: