সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের দেওয়ানি মামলার ৭৫ থেকে ৮০ শতাংশই ভূমিসংক্রান্ত। ভূমি জরিপ ট্রাইব্যুনালে প্রায় তিন লাখেরও বেশি মামলা ঝুলছে। ফলে ভুক্তভোগীদের ভূমিসংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভূমি অপরাধ দমনে প্রস্তাবিত ‘ল্যান্ড ক্রাইম অ্যাক্ট’ বাস্তবায়ন যত দ্রুত করা সম্ভব হবে, তত দ্রুত জনদুর্ভোগ কমে আসবে।
-2023-04-03-12-40-17.jpg)
খাসজমিতে বসবাসকারী ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। গতকাল রবিবার ঢাকায় এফডিসি মিলনায়তনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আপনার মূল্যবান মতামত দিন: