ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া ও উপসাগরীয় দেশগুলো

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩ ২২:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩ ২২:৩৩

রাশিয়া ও উপসাগরীয় দেশগুলো দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাচ্ছে। মূলত সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলো রোববার সমন্বিত ভাবে এই সিদ্ধান্ত নেয়।

এসব দেশের দাবি, বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তেল উৎপাদন বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে।

ওপেক প্লাসের সদস্য রাশিয়া বলেছে, তারাও এই বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর বিষয়টি বর্ধিত করছে। এছাড়া উৎপাদন কমানোর পদক্ষেপকে ‘দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলেও অভিহিত করেছে দেশটি।



আপনার মূল্যবান মতামত দিন: