ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বঙ্গবাজারে আগুন চিকিৎসায় প্রস্তুত বার্ন ইউনিট

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৮:১৬

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৮:১৬

রাজধানীর বঙ্গবাজারের আগুনের খবর জানতে পেরে প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

তাৎক্ষণিকভাবে সেবা দিতে বাড়ানো হয়েছে জনবল। রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি
তিনি আরও জানান, এখন পর্যন্ত বঙ্গবাজার থেকে কোনও রোগী আসেনি। 


আপনার মূল্যবান মতামত দিন: