-2023-04-05-04-44-01.jpg)
জাতীয় দলের তারকা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম বলেছেন,মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিতে।বয়সের কথা বললেন. বয়স হয়েছে, তবে বুড়ো তো হয়ে যাইনি।
সাকিব আল হাসান একাদশে থাকলে তাইজুলের খেলার সম্ভাবনাই থাকে কম।কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে তাইজুল ও সাকিবের ভূমিকা যেন পালটে গেল।
প্রথম দিনের খেলা শেষে তাইজুল বলেন, প্রথম ইনিংসে পাঁচ উইকেট অবশ্যই ভালো লাগার বিষয়।আর উইকেটের যে অবস্থা এখানে পাঁচ উইকেট পাওয়া কঠিন।
তিনি আরও বলেন, মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিতে।বয়সের কথা বললেন ,বয়স হয়েছে, তবে বুড়ো তো হয়ে যাইনি (হাসতে হাসতে)।
আপনার মূল্যবান মতামত দিন: