ঢাকা | সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান

odhikarpatra | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ২১:৫২

রিজয়ান হোসেন ও কালাম সিদ্দিকির জোড়া হাফ-সেঞ্চুরিতে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করেছে বাংলাদেশ দল। রিজান ৯৫ ও কালাম ৬৫ রান করেন। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু ৬৫ রানের মধ্যে দুই ওপেনারসহ ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। জাওয়াদ আবরার ২১, রিফাত বেগ ১৬ ও অধিনায়ক আজিজুল হাকিম ৭ রানে আউট হন। 

চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন কালাম ও রিজান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ১১৭ রানের জুটি গড়েন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৬টি চারে ৭৫ বলে ৬৫ রানে আউট হন কালাম। 

অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন রিজান। কিন্তু সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ১০টি চারে ৯৬ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজান। 

৪৮তম ওভারে দলীয় ২৪৫ রানে রিজান ফেরার পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন এমডি আব্দুল্লাহ ও সামিউন বশির। ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। ৫টি বাউন্ডারিতে আব্দুল্লাহ ২৯ বলে ৩৮ ও সামিউন ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: