ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
কি নাই তার রুপ,গুন, জৌলুস, শিক্ষা

অনিন্দ সুন্দরী পৃথিবী সেরা আবেদনময়ী নারী ক্রোশিয়ার প্রধান মন্ত্রি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮ ০৭:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮ ০৭:৪৫

আসছে ১৫ জুলাই 'ফ্রান্স- ক্রোয়েশিয়া' ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ফুটবল ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ দুনিয়ায় যাকে নিয়ে আলোচনার কমতি নেই তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। তিনি প্রথম আলোচনায় আসেন 'রাশিয়া-ক্রোয়েশিয়া' ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে। গায়ে দলের জার্সি পরে সারাক্ষণ দলের জন্য জাগিয়েছেন প্রেরণা। নেচে-গেয়ে উল্লাসে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বকে।
 
আসুন এক নজরে কোলিন্দা গ্র্যাবার সম্পর্কে জেনে নিইঃ
 
১ কোলিন্দা ক্রোয়েশিয়ার রিজেক নামক স্থানে ২৯ এপ্রিল ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন।
 
২ ক্রোয়েশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট তিনি।
 
৩ তিনি ক্রোয়েশিয়ার একমাত্র সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণ করার সময় তার বয়স ছিল ৪৬ বছর যা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বনিম্ন।
 
৪ 'জাগরিব বিশ্ববিদ্যালয়' থেকে 'আন্তর্জাতিক সম্পর্ক' বিষয়ে কোলিন্দা স্নাতকোত্তর সম্পন্ন করেন।
 
৫ তিনি রোমান ক্যাথলিক চর্চা করেন এবং ঘোষণা দেন ক্রিস্টান ধর্মের আনুগত্য।
 
৬ ১৯৯৬ সালে তিনি জ্যাকভ কিতারোভিকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান আছে।
 
৭ তিনি ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। এছাড়া ইটালিয়ান, ফ্রেন্স এবং জার্মান ভাষা বুঝতে কোন সমস্যা হয় না। 


আপনার মূল্যবান মতামত দিন: