ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নিলামে উঠছে সবচেয়ে বড় চুনি পাথর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ১৮:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ১৮:২৭

বিশ্বের সবচেয়ে বড় চুনি পাথর (রুবি) ‘ইস্ত্রেলা দে ফুরা’নিলামে উঠতে যাচ্ছে। ৫৫.২২ ক্যারেটের চুনিটি তিন কোটি তিন লাখ ডলারের (৩০০ কোটি টাকারও বেশি) বেশি দামে বিক্রি হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই দামে বিক্রি হলে এটিই হতে যাচ্ছে বিশ্বে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি চুনি।

আগামী জুনে নিউ ইয়র্কে নিলামে উঠবে চুনি পাথরটি। এক বছরের কিছু কম সময় আগে মোজাম্বিকের একটি খনিতে এই দামি রত্ন পায় কানাডীয় খনি কম্পানি ফুরা জেমস।
গত বুধবার ‘ইস্ত্রেলা দে ফুরা’ নিলামে তোলার ঘোষণা দিয়েছে মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান সাদাবি’স। ‘ইস্ত্রেলা দে ফুরা’ নামটি মোজাম্বিকের সরকারি ভাষা পর্তুগিজের শব্দ, যার অর্থ ‘ফুরার তারকা’।
এর আগে মিয়ানমারে আবিষ্কৃত একটি ২৫.৫৯ ক্যারেটের চুনি সুইজারল্যান্ডের জেনেভায় তিন কোটি তিন লাখ ডলারে বিক্রি হয়েছিল। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চুনি পাথর।

 



আপনার মূল্যবান মতামত দিন: