রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমা দেশগুলো বিবৃতি দিয়ে বলছে যে এটি যুদ্ধবিরতি ঘোষণা করার সঠিক সময় নয়। তারা কিয়েভকে তাদের অস্ত্র সরবরাহ করছে। এর মাধ্যমে বোঝা যায়, তারা ইউক্রেনের সংঘাতের সমাধান করতে চায় না।
-2023-04-07-22-13-20.jpg)
রাশিয়ার পর পশ্চিমের ‘পরবর্তী লক্ষ্য‘চীন । সেই সঙ্গে ‘স্বাধীনভাবে কাজ করার সাহস করে’ এমন যে কোনো দেশ তাদের লক্ষ্য হবে। রাশি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে দেখা করার পর আংকারায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, পশ্চিমারা লুকিয়ে রাখে না যে তাদের কথা মতো রাশিয়া যদি পরাজিত হয়, তাহলে চীন তাদের পরবর্তী লক্ষ্য হবে। সেই সঙ্গে যে কোনো দেশ, যারা স্বাধীনভাবে কাজ করার সাহস করে এবং জাতীয় স্বার্থে কাজ করে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নির্ধারণ করা পথ অনুসরণ করে না, তারাও লক্ষ্য হবে।
আপনার মূল্যবান মতামত দিন: