-2023-04-11-11-24-38.jpg)
ইসরায়েলি সেনার হামলায় এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে।
নিহত ওই কিশোরের নাম মুহাম্মদ বলহান (১৫)। তার পেটে, কাঁধে, মাথায় গুলি লাগে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, পশ্চিম তীরে সামরিক অভিযান চলাকালীন ওই কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়।
ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনি জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় তাদের খোঁজে পশ্চিম তীরে মাঝেমধ্যেই সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সোমবারও তারা অভিযান চালাচ্ছিল। সেখানে ঢুকতেই নিহত মুহাম্মদ গুলি করতে থাকে এবং গ্রেনেডও ছোঁড়ে আর আত্মরক্ষায় গুলি চালায় ইসরায়েলি সেনা।
আপনার মূল্যবান মতামত দিন: