ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলায় ৪ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫

পাকিস্তানের  বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে  বোমা হামলায়  চারজন নিহত হয়েছে। 

পুলিশের মুখপাত্র জোহাইব মোহসিন বালুচ জানান এ বোমা হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন   ।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একটি থানা পরিদর্শনে যাচ্ছিলেন। এমন সময় পুলিশ কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেল থেকে বোমা হামলা চালানো হয়। এ সময় চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। হামলায় পুলিশ কর্মকর্তা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও দেহরক্ষী নিহত হন।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ বোমা হামলার দায় স্বীকার করেনি।


আপনার মূল্যবান মতামত দিন: