
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ মঙ্গলবার ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ সকাল ১০টায় ঢাকার স্কোর ১৯৯।
আজকের যে স্কোর, সে অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। গতকাল সোমবার বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ১৬৩ আর অবস্থান ছিল পঞ্চম। আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে দিল্লি।
আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা দিল্লির স্কোর ২৭২। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬৩। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাইল্যান্ডের চিয়াংমাই ও চীনের বেইজিং। শহর দুটির স্কোর যথাক্রমে ২৩৬ ও ২০৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
আপনার মূল্যবান মতামত দিন: