
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বৃহস্পতিবার রাতে জয় পেয়েছে গুজরাট টাইটান্স। বর্তমান চ্যাম্পিয়নরা ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। হারা ম্যাচে মাইলফলক ছুঁয়েছেন পাঞ্জাব কিংসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার কীর্তি স্থাপন করেছেন এই পেসার। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে আইপিএলে নিজের শততম উইকেটটি তুলে নেন রাবাদা। উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে আউট করে এই কীর্তি গড়েন তিনি। আইপিএলে ১০০ উইকেট নিতে রাবাদার লেগেছে মোট ৬৪টি
ম্যাচ। এর আগে আইপিএলে দ্রুত ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার দখলে। ৭০ ম্যাচে ১০০ উইকেট পূরণ করেছিলেন তিনি
আপনার মূল্যবান মতামত দিন: