odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া অবধি নিউমার্কেট বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ April ২০২৩ ২১:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ April ২০২৩ ২১:৫০

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউমার্কেট খোলা হবে না বলে জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। শনিবার দুপুরে তিনি এ কথা জানান।

ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবার আগে প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিককে নিয়ে এই জায়গায় অবস্থান করছি।

তিনি আরো বলেন,যতক্ষণ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হবে; অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। এটি সবার সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: