
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ আগস্ট শনিবার গাইবান্ধা ও বগুড়ার বন্যা কবলিত এলাকা সফর করবেন। গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় ও বগুড়ায় সারিয়াকান্দি উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে মঙ্গলবার (২২ আগস্ট) সারিয়াকান্দি উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওইদিন সকালে গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন। সেখানে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ ও ধানের চারা বিতরণ করবেন। দুপুরের পর তিনি হেলিকপ্টরে বগুড়ার সারিয়াকান্দিতে আসবেন। তিনি বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। পরে ঢাকা ফিরে যাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: