
জেসন রয় ও লিটন দাস যোগ দেওয়ার পর থেকেই বেশ সরব কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এ দুজনের কাউকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না মাঠে।
আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওয়াঙ্খেড়ের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। ফলে কলকাতার হয়ে মাঠের নামার অপেক্ষা বাড়ছে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনের।
ওপেনিংয়ে আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের ওপরই ভরসা রাখছে কলকাতা। আগের ২ ম্যাচে ০ ও ১৫ রান করলেও আস্থাটা তাঁর ওপরই। এ ছাড়া বিদেশী ক্রিকেটার হিসেবে আগের মতোই আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।
আপনার মূল্যবান মতামত দিন: