
প্রবাসীরা দেশে এলে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের অগ্রাধিকার দিয়ে স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘সব দলের সহযোগিতা ছাড়া ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া আদালতের আদেশে জামায়াত নিষিদ্ধ হলে দলটি নির্বাচনের অযোগ্য হবে। নির্বাচন করতে পারবে না।’ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার নকিব উদ্দিন মণ্ডল, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকছেদুল ইসলাম প্রমুখ।
রেজিস্ট্রেশন কেন্দ্রের কম্পিউটার অপারেটররা অদক্ষ এমন অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘এমন অভিযোগ কেউ করেনি। এমন হয়ে থাকলে খোঁজ নিয়ে সমাধান করা হবে। এছাড়া যদি কারও ছবি উঠাতে বা তথ্য সন্নিবেশন করতে কোনও সমস্যা হয়, তাহলে বুধবারও এ কার্যক্রম চালু থাকবে। ওইদিন সমস্যার সমাধান করা হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: