
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের জন্য ক্যাম্প শুরু হবে সিলেটে। এর আগেই গত পরশু গভীর রাতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন না। তিনি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ইংল্যান্ডের চেমসফোর্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানেই ৯ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে হবে ১২ এবং ১৪ মে।
সিরিজ শুরুর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচও আছে। এই সিরিজ উপলক্ষে দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড যাবে টাইগাররা। ৩০ এপ্রিল দলের বেশির ভাগ সদস্য বিমানে উঠবেন।
আপনার মূল্যবান মতামত দিন: