_copy_640x360-2023-04-26-12-06-51.jpg)
২০২১ সালের আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলার জন্য দায়ী বলে সন্দেহভাজন আইএস নেতা তালেবানের হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।
সোমবার যুক্তরাষ্ট্র আইএস নেতার মৃত্যুর বিষয়ে নিহত মার্কিন সেনাদের পরিবারকে জানাতে শুরু করে।
আপনার মূল্যবান মতামত দিন: