ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে শুধু টেলিটক সিম ব্যবহার করতে পারবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩ ২০:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩ ২০:১৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা শুধু সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক সিম ব্যবহার করতে পারবে।

রেশন কার্ড অথবা এফসিএনের (ফ্যামিলি কাউন্টিং নম্বর) মাধ্যমে প্রতিটি পরিবার একটি করে সিম পাবে। তারা দেশের অন্য কোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করতে পারবে না।

ক্যাম্প এলাকায় এবং সংশ্লিষ্ট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক সক্রিয় থাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিক অনেকে দুই দেশের সিম ব্যবহার করছে। এর মাধ্যমে মাদক ব্যবসা, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের কাছে মোবাইল ফোনের সিম বিক্রিসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: