odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

লিটন বিহীন কলকাতার দাপুটে জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৬:১০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৬:১০

অবশেষে আইপিএলে জয়ের ধারায় ফিরল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবিকে ২১ রানে হারিয়ে দিল তারা।

টানা চার ম্যাচে হারের পর জিতল কলকাতা। এ দিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০০ রান তোলে কলকাতা। জবাবে কলকাতার বোলারদের দাপটে ৮ উইকেটে ১৭৯ শেষ আরসিবি। ব্যাটারদের ব্যর্থতাই ডোবাল আরসিবিকে। কোহলি বাদে বাকি ব্যাটাররা কেউই ভালো খেলতে পারলেন না।

দু’টি উইকেটই গেল পর পর। বরুণের বলে সুইপ করে ছয় মারতে গিয়ে ফিরলেন মহিপাল। তার পরের ওভারেই কোহলিকে দুর্দান্ত ক্যাচে ফেরালেন বেঙ্কটেশ। বেঙ্গালুরুর কাছে জেতার মতো আর কোনও রসদ ছিল না।



আপনার মূল্যবান মতামত দিন: