ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৭ ১৯:১৪

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৭ ১৯:১৪

পুরস্কারের অর্থ বাবদ ২ মিলিয়ন ডলার দেওয়া হবে সংস্থাটিকে।

বিশ্বখ্যাত হোটেল উদ্যোক্তা কনরাড এন হিলটন ১৯৪৪ সালে লস এঞ্জেলসভিত্তিক হিলটন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ফাউন্ডেশন বিশ্বব্যাপী বিভিন্ন দাতব্য প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে। অন্যদিকে, আইসিডিডিআর,বি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং এর দায়িত্ব হচ্ছে উদরাময় রোগ, পুষ্টি এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে গবেষণা পরিচালনা করা।  

বুধবার এক বিবৃতিতে হিলটন ফাউন্ডেশন জানিয়েছে, আইসিডিডিআর,বিতে ২০০ জন বিজ্ঞান গবেষক রয়েছেন। আরও রয়েছেন ৪০০০ কর্মী। পৃথিবীর সব থেকে বড় ডায়রিয়া হাসপাতালের মাধ্যমে বছরে ২ লাখ ২০ হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে আইসিডিডিআর,বি। এভাবে তারা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ রক্ষায় ভূমিকা রেখেছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বিগত ৫০ বছর ধরে কম টাকায় স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সংস্থাটি তাদের গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই স্বীকৃতির অংশ হিসেবে দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে আইসিডিডিআর,বি-কে। এই টাকা তারা স্বাধীনভাবে ব্যয় করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন: