
আগামী বছর জাপানের টোকিওতে একটি লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো। এ অফিস খোলার মধ্য দিয়ে এশিয়ায় এ ধরনের প্রথম দপ্তর স্থাপন করতে যাচ্ছে প্রতিরক্ষা সংস্থাটি ।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর নিরাপত্তা অংশীদার অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এ পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি চীন, রাশিয়া ও তার মিত্রদের পক্ষ থেকে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিও রয়েছে পরিকল্পনায়।
এ পরিকল্পনার আওতায় সাইবার নিরাপত্তা, নেতিবাচক প্রচারণাসহ নানা হুমকি সৃষ্টিকারী প্রযুক্তি মোকাবিলা করা হবে। জাপান ও ন্যাটোর কর্মকর্তারা এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: