
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গুলিবিদ্ধ হয়ে সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে।
কুররাম জেলা সদরের সালোজান রোডে গুলিতে একজন মারা যান। পরে প্রায় ছয় কিলোমিটার দূরের আরেকটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকের প্রাণহানি ঘটে।
পাকিস্তানে ইদানীং সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে সরকারের সঙ্গে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: