ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ে নতুন সচিব

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭ ১৮:২১

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭ ১৮:২১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোস্তাফা কামাল উদ্দীন জননিরাপত্তা বিভাগের সচিব এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) আফরোজা খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

একই সঙ্গে জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

আর শ্রম সচিব মিকাইল শিপারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসরে গেছেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: