
দুই বছর আগের নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে জামিনের এক দিনের মাথায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত বুধবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। মামুনুল হকের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।
মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ তিন মামালাতেই তার জামিন স্থগিত চেয়েছিল।
কিন্তু সোনারগাঁও থানার দুই মামলার এফআইআর (প্রথমিক তথ্য প্রতিবেদন)-এ মামুনুল হকের নাম থাকায় তার জামিন স্থগিত করা হয়েছে। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।” আগামী ১২ জুন সে আবেদন শুনানির জন্য রাখা হয়েছে বলে জানান এই আইন কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: