-2023-05-10-18-46-46.jpg)
আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১০ মে) পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনএবি ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিকে ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: