_copy_640x360-2023-05-15-12-48-41.jpg)
বাতাস ছিল সাগরমুখী। সাগরে ছিল ভাটার টান। সময়টা ছিল অমাবস্যার বেশ কদিন আগে। আর ঘূর্ণিঝড়ের কেন্দ্র ও ডান পাশ গেছে মিয়ানমারের ওপর দিয়ে। অপেক্ষাকৃত কম শক্তির বাঁ পাশের অংশ গেয়েছে মূলত সেন্ট মার্টিন ও টেকনাফের ওপর দিয়ে। ফলে আশঙ্কা থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি অতি আলোচিত ঘূর্ণিঝড় মোখা।
ভাটা আর বাতাসের দিক ও গতির কারণে জলোচ্ছ্বাস হয়নি সেন্ট মার্টিনে। তবে কাঁচা ঘর আর গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের এই প্রবাল দ্বীপে ঝড় শুরু হয় গতকাল রবিবার সকালের পর থেকে। ঝড়ের প্রভাব দেশের মূল ভূখণ্ডের মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছিল বেশি।
আপনার মূল্যবান মতামত দিন: