_copy_640x360-2023-05-17-17-44-28.jpg)
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আসামিদের বেশির ভাগই বিএনপিপন্থী আইনজীবী।
এদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির সাবেক সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। এ ছাড়া সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ, সদস্যসচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ও ভোট নিয়ে ফের ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। গত দুই মাসেরও কম সময়ে এ নিয়ে তিনবার ঘটল এমন ঘটনা।
আপনার মূল্যবান মতামত দিন: