odhikarpatra@gmail.com ঢাকা | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

নির্বাচনে ইসির অধীনে থাকবে পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৩ ০২:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৩ ০২:৫২

পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সামনে আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ আসতে পারে। আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আজ বৃহস্পতিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি একথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ ‘হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে’র শেষ দিনে সভাপতির বক্তব্য রাখেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: