
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে ৪১ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ চায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এখন সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ৯ হাজার ৩৭০ কোটি টাকা বেশি বরাদ্দ চায় জ্বালানি মন্ত্রণালয়ের এই দুই বিভাগ। তার মধ্যে বিদ্যুৎ বিভাগ বরাদ্দ চায় ৩৮ হাজার ২০ কোটি এবং জ্বালানি বিভাগ চায় তিন হাজার ৩৫০ কোটি টাকা।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতকে পেছনে রেখে বিদ্যুৎ খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যার কারণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে উৎপাদন করা যাচ্ছে না। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আপনার মূল্যবান মতামত দিন: