ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৩ ১৮:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৩ ১৮:১২

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় পৌঁছেছেন ।  ১১ বছরেরও বেশি সময় পর চলতি মাসে আরব বিশ্বের আঞ্চলিক সংস্থা আরব লীগে সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করা হয়। শুক্রবার আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আল-আসাদ।  

২০১১ সালে আল-আসাদ ও তার সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন চালায়। পরবর্তী সময়ে সিরিয়ায় বিধ্বংসী যুদ্ধের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। 

তবে বৃহস্পতিবার ওই অঞ্চলের ‘হেভিওয়েট’ সৌদি আরবে আসাদের আগমনকে আঞ্চলিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলোর প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। 

আরব লীগের শীর্ষ সম্মেলনের আয়োজক সৌদি আরব আগে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল-আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে লড়াই চালানো সশস্ত্র বিরোধীগোষ্ঠীগুলোর প্রধান সমর্থক ছিল।

গত কয়েক মাসে সিরিয়ায় চলমান সংঘাতের অবসানে দেশটির সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে রিয়াদ। এক দশকেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতে দেশটিতে ৫ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকই ঘর ছাড়া হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: