
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফলে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিসহ আশপাশের দেশে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ মাত্রার বলা হলেও পরে জানানো হয় এটি ৭ দশমিক ৮ মাত্রার ছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ফিজি, ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের অবস্থিত ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতার কথা বলেছে। সংস্থাটি বলছে, ভানুয়াতু উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। অন্যদিকে ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ড উপকূলে শূন্য দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: