ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৭ ১৬:২২

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৭ ১৬:২২

পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা। একই সঙ্গে তারা সর্বশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে। তারই প্রেক্ষিতে বিক্ষোভে নেমেছেন তারা।

জানা যায়, আজ সোমবার সকাল থেকে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  পরে দুপুরের দিকে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: