odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

শিরোপা জয়ের আশা দেখছেন মুলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ১৬:৪১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ১৬:৪১

লাইপজিগের কাছে বিস্ময়কর পরাজয়ে বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা শিরোপা জয়ের স্বপ্নে জোর ধাক্কা লেগেছে। গতকাল আরবি লিপজিগের কাছে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে যায় বায়ার্ন। এতে কপাল খুলেছে বরুশিয়া ডর্টমুন্ডের। এখন অসবার্গের বিপক্ষে রবিবার রাতের ম্যাচটি জিতলেই তারা টেবিল টপার বায়ার্নের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে যাবে।

তবু বায়ার্ন অধিনায়ক থমাস মুলার বলেছেন, তার দল এখনো শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায়নি।জার্মানি স্কাই স্পোর্টসকে ৩৩ বছর বয়সী মুলার বলেন, ‘অবশ্যই, এখনো আমাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ আছে। ডর্টমুন্ডের এখনো দুটি ম্যাচে জয়লাভ করতে হবে। দেখা যাক কি হয়।যখন আমরা একক  ফেভারিট ছিলাম না তখনো বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছি। এখনো সুযোগ আছে।



আপনার মূল্যবান মতামত দিন: