odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

দশ পয়েন্ট জরিমানা করা হল জুভেন্টাসকে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৫:৪৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৫:৪৪

ভাগ্য সহায় হলো না জুভেন্টাসের। ভুয়া লেনদেনের অভিযোগে সিরিআয় তাদের শেষ পর্যন্ত দশ পয়েন্ট কেটে নেওয়ার রায় দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল কোর্ট। একই দিনে, এম্পোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তুরিনের বুড়িরা। 

সবমিলে টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে গেছে তুরিনের ওল্ড লেডি। শঙ্কায় আগামী মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ভুয়া আর্থিক লেনদেন, পর্যবেক্ষক সংস্থার কাজে বাধা প্রধানসহ একাধিক অভিযোগে গেলো জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গত মাসে সে সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত।

বিষয়টি নিষ্পত্তি করতে ফেডারেশনের আপিল কোর্টকেও নির্দেশ দেয় আদালত। সোমবার তিন ঘণ্টার শুনানিতে জুভেন্টাসের ১১ পয়েন্ট কেটে নেওয়ার আবেদন করেন সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত ১০ পয়েন্ট কেটে নেওয়ার রায় দেয়া হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: