ঢাকা | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

বিমা ছাড়া সড়কে চলবে না কোনো গাড়ি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২৩:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২৩:১৬

সড়কে কোনো ধরনের যানবাহনই আর বিমা ছাড়া চলাচল করতে পারবে না। বিমা ছাড়া চললে তিন হাজার টাকা পর্যন্ত গুনতে হবে জরিমানা। এ ছাড়া পুলিশ চাইলে মামলাও করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আইন সংশোধন হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমি চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলব। এরপর বাকি পদক্ষেপ নেয়া হবে।'



আপনার মূল্যবান মতামত দিন: