
বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গুর বিষয়ে বিশেষভাবে সতর্ক ও সচেতন হওয়ার এবং প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১ জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত এক হাজার ৫৬৮ জন রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ফিরে গেছে এক হাজার ৩৯১ জন।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন আমাদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আছে। আমরা একসঙ্গে যেহেতু কাজ করি, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা—এই কাজগুলো যদি আরো জোরদার করা যায়, তাহলে এই মৌসুমে ডেঙ্গু নিয়ে আমাদের ভীতি কমিয়ে আনতে পারব।
আপনার মূল্যবান মতামত দিন: