
ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। পরিস্থিতি পুরোপুরি শান্ত হতে সময় লাগবে বলে মনে করেন তিনি।
এদিকে সংঘাত ও সহিংসতায় থমথমে মণিপুর রাজ্য সফরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি বিবাদমান পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছেন। মণিপুরে জাতিগত সহিংসতার ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: