odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

রাস্তায় সব ধরনের যান চলাচলে উপযোগী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৬:৩৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৬:৩৭

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা প্রস্তুত আছে। রাস্তায় সব ধরনের যান চলাচলে উপযোগী। রাস্তার কারণে কোথাও যানজট নেই। তবে যানজট হবে না এটা নিশ্চিতভাবে বলতে পারছি না। আজ যাত্রী চাপ বাড়বে। তারপরেও সমস্যা হবে না। গত ঈদের তুলনায় এবার যানজট কম।

মন্ত্রী আরো বলেন, ভিআইপিদের উল্টো পথে যাত্রার কারণে অনেক সময় যানজট সৃষ্টি হয়। এবার ভিআইপি হোক আর যেই হোক উল্টো পথে আসলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখন পচনশীল, ওষূধ ও পোশাকশিল্পের কাঁচামাল ছাড়া কোনো ভারী যানবাহন চলবে না। ফিটনেসবিহীন গাড়ি পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: