odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

মোহনগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মোহনগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ June ২০২৩ ০২:১২

মোহনগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭ June ২০২৩ ০২:১২

নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌসুমী ফলের ব্যবসা করতেন খোকন। মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেন খোকন। সকালে জাম পাড়তে গাছে উঠলে পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎিসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

নিহত খোকন চন্দ্র উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন: