
জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন। শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউসুফ আলীর ছেলে মো: সোলাইমান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং সোবহান আলীর ছেলে অটোচালক জয়নাল (৪২)।
নিহতদের সবার বাড়িই জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনেওয়াজ জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: