ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কাল উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৭

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সময় তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।১০ সেপ্টেম্বর গণভবনে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।
এর আগে গেল ৭ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোয়ান। যুক্তরাষ্ট্রও এই ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছে।
এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।



আপনার মূল্যবান মতামত দিন: