odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

আটলান্টিকে নিখোঁজ ডুবোজাহাজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ June ২০২৩ ০৩:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ June ২০২৩ ০৩:২৫

ডুবোজাহাজে করে আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন পাঁচ পর্যটক। হারিয়ে যাওয়া ডুবোজাহাজের নাম ‘টাইটান সাবমার্সিবল’।

টাইটানে ৮ দিনের এই ভ্রমণের জন্য আড়াই লাখ ডলার (প্রায় ২ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা) খরচ করতে হয়। 

পর্যটকদের জীবিত খুঁজে বের করতে হাতে সময় আছে আর মাত্র ২৬ ঘণ্টা। সাবমেরিনটির খোঁজে ব্যাপক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডার নৌবাহিনী এবং গভীর সাগরে কাজ করে এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।

 
 

 



আপনার মূল্যবান মতামত দিন: